ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, সড়কে যানজট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে মানুষের ঢল, সড়কে যানজট 

ঢাকা: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই লোকজন আসতে শুরু করেছেন। তবে দুপুরের পরে থেকেই ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে আসা মানুষের ঢলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট।

শনিবার (১২ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের চিত্র দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিজয় সরণি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর ও শাহবাগে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে অংশ গ্রহণকারীরা। কর্মসূচিতে অংশ নিতে বাসে, পিকআপ, রিকশা ও পায়ে হেঁটে আসতে দেখা গেছে।  

কারওয়ান বাজার মোড়ে দায়িত্ব রতন ট্রাফিক পুলিশ মো. ওবায়দুল বলেন, মার্চ ফর গাজা সমাবেশেকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীতে যানবাহনের চাপ ও মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত শনিবার সড়কে এত যানবাহন ও মানুষের যাতায়াত থাকে না। সমাবেশ কেন্দ্র করে সড়কের একটু যানজট সৃষ্টি হচ্ছে।  

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। দলমত নির্বিশেষে এই কর্মসূচিতে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে।

এ কর্মসূচিতে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তা যোগ দেবেন।

বিএনপির পক্ষে কর্মসূচিতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ফেসবুক পেজে ‘মার্চ ফর গাজা’র পক্ষে সংহতি জানিয়ে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কথা জানানো হয়েছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইলিয়াস কাঞ্চন, ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, হাসনাত আবদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, মাহমুদ উল্লাহ রিয়াদ, মাহমুদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করিম, সাদিক কায়েম, এস এম ফরহাদ, রাতুল খান ও শায়খ আহমাদুল্লাহ রয়েছেন।  

এছাড়া সংহতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন, ক্রিকেটার নুরুল হাসান সোহান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও এদিন সকাল থেকেই লোকজন মিছিল নিয়ে আসছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবেও সমাবেশে যোগ দিচ্ছেন।

রাজধানী ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকেও বিভিন্ন সংগঠনের লোকজন মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে আসছেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।