ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত: ইইউ রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, অক্টোবর ১৭, ২০২৫
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত: ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত।  

শুক্রবার (১৭ অক্টোবর) ফেসবুক পোস্টে তিনি এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, আজ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত, যা মৌলিক সংস্কারের ওপর বিস্তৃত রাজনৈতিক ঐকমত্যের নথি। এটি দেশের রাজনৈতিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যা ২০২৬ সালের গোড়ার দিকে নির্বাচনে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যের সঙ্গে ঐক্য প্রদর্শন করে।

টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।