ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সময়ের আলোর প্রকাশকের মায়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, অক্টোবর ১৭, ২০২৫
সময়ের আলোর প্রকাশকের মায়ের ইন্তেকাল

দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহর মা আয়েশা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।  

মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির মধুবাজার জামে মসজিদে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলীতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গাজী আহমেদ উল্লাহ দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, আমিন মোহাম্মদ গ্রুপের জনসংযোগ প্রধান, মতলব সমিতি ঢাকার সভাপতি এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির প্রকাশনা সম্পাদক। তিনি মরহুমার বড় ছেলে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।