ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সংসদ ভবনের বাইরে প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, অক্টোবর ১৮, ২০২৫
সংসদ ভবনের বাইরে প্রদর্শনীর আজ দ্বিতীয় দিন

জুলাই ২৪–এর ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবনের বাইরে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল জুলাইয়ে সংঘটিত ঘটনাগুলোর চেতনা ও দাবি সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া। স্বাক্ষরিত এ ‘জুলাই সনদ’ প্রদর্শনের জন্য সংসদ ভবনের সামনে একটি উন্মুক্ত প্রদর্শনীও আয়োজন করা হয়, প্রদর্শনিতে জুলাই-আগস্টে যে সমস্ত সাহসী যোদ্ধারা নিহত ও আহত হয়েছেন তাদের ছবি দিয়েই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আর এ প্রদর্শনী দেখার জন্য সকাল থেকে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছে এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য ‘জুলাইযোদ্ধা’দের ছবির সঙ্গে ছবি তুলছেন।

মোহাম্মদ মুক্তার আলী বাসা তেজগাঁও তিনি বাংলানিউজকে বলেন, আমার দুই মেয়ে মিনহা ও মানহাকে নিয়ে সংসদের সামনে প্রদর্শনী দেখার জন্য আসছ ওরা তো এখনো অনেক ছোট অনেক কিছুই বোঝেনা তাই ছবি তুলে রাখলাম ভবিষ্যতে যখন বড় হবে এ ছবি দেখে ওদেরকে বোঝানো যাবে। কী হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে।

তিনি আরও বলেন, বৈষম্যমূলক দেশ গড়তে হলে বৈষম্য মূলক সরকার প্রয়োজন, তা না হলে এ বৈষম্য থেকেই যাবে।

কুড়িগ্রাম রংপুর থেকে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বাংলানিউজকে বলেন, আমি ঢাকায় আসছিলাম ডাক্তার দেখাতে একটু সুযোগ পেয়েছি তাই বাচ্চাদের নিয়ে সংসদের সামনে ঘুরতে আসছি, এসে দেখি জুলাইয়ে যারা নিহত হয়েছিল তাদের চিত্র প্রদর্শনী দেখে খুব ভালো লাগছে, তবে যারা মারা গেছে তাদের জন্য খুব কষ্ট লাগে। সব মিলে আমি এ সরকারকে বলতে চাই যারা এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছিল তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, বাংলাদেশে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে।

প্রদর্শনী দেখতে এসেছেন আর একজন শিক্ষার্থী নাসিমা আক্তার তিনি বলেন  জুলাই ২৪ আমাদের ইতিহাসে গণআন্দোলন ও নাগরিক সচেতনতার প্রতীক। জুলাই সনদ তারই ধারাবাহিকতা। তিনি আরও বলেন, এ সনদে দেশের ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের পক্ষে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।


জিএমএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।