ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ সমাবেশে যোগ দিতে আসছেন হাজার হাজার লোকজন। সমাবেশে যোগ দেওয়ার আগেই তারা ফিলিস্তিনের পতাকা কিনতে ভিড় করছেন।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কর্মসূচি থাকলেও এদিন সকাল থেকেই লোকজন মিছিল নিয়ে আসছেন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় দেখা যায়, বেশ কয়েকজন পতাকা বিক্রেতা ফিলিস্তিনের পতাকা বিক্রি করছেন। সমাবেশে আসা লোকজন ফিলিস্তিনের পতাকা কিনতে ভিড় করছেন। সাইজ ভেদে ১০০ থেকে ২০০ টাকায় পতাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া ফিলিস্তিনের পতাকার হ্যান্ড ও হেড ব্যান্ডও বিক্রি হতে দেখা গেছে।
পতাকা বিক্রেতা মো. তুহিনের সঙ্গে আলাপকালে এ প্রতিবেদককে বলেন, সকাল থেকে ইতোমধ্যেই প্রায় ৪০টি পতাকা বিক্রি করেছি। আজ পতাকা খুব ভালো বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
ফিলিস্তিনের পতাকা কিনছিলেন শিক্ষার্থী আবু হানিফ। তিনি এ প্রতিবেদককে বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানানোর জন্য ১২০ টাকা দিয়ে পতাকাটি কিনলাম। এই পতাকা নিয়ে সমাবেশে যোগ দেবেন বলেও জানালেন তিনি।
উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। দল-মত নির্বিশেষে এই কর্মসূচিতে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
টিআর/আরবি