ঢাকা: রাজধানীর রমনা পার্কে নেচে-গেয়ে বৈসাবি উৎসব উদযাপন করেছেন পাহাড়ি জাতিগোষ্ঠীর ১৩টি সম্প্রদায়ের লোকেরা।
শনিবার (১২ এপ্রিল) সকালে রমনা পার্কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ওয়েলফেয়ার সোসাইটি।
নববর্ষ উপলক্ষে প্রতি বছর এই উৎসব আয়োজন করেন পাহাড়িরা। চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, তংচঙ্গা, খেয়াং, খুসি, বনযোগি, ম্রোং, মাংকো, বম, মুরং, খিয়াং সম্প্রদায়ের লোকেরা আয়োজন উপস্থিত ছিলেন।
এদিন সকালে উৎসব উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
র্যালি শেষে রমনা পার্কের লেকে ফুল দিয়ে পূজা করেন চাকমারা। এরপর পানি ছিটিয়ে নেচে-গেয়ে তরুণ-তরুণীরা মেতে ওঠেন উৎসবের আনন্দে।
অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য নিকোলাস চাকমা বলেন, প্রতি বছর নববর্ষ উপলক্ষে আমরা ১৩টি পাহাড়ি জনগোষ্ঠী তিন দিনের উৎসব আয়োজন করি। আজ ছিল ফুল বিজু উৎসব। এদিন আমরা নতুন বছরের জন্য নদীতে ফুল দিয়ে পূজা করি। এরপর পানি ছিটিয়ে আনন্দ করি। আগামীকাল আমাদের মূল বিজু উৎসব হবে। তৃতীয় দিনের গজ্যাপজ্যার মাধ্যমে শেষ হবে এ আয়োজন।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসসি/এসআইএস