ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
কুষ্টিয়ায় বাসচাপায় নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গড়াই পরিবহনের বাসচাপায় নয়ন ইসলাম (২৫) এবং রনি ইসলাম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন ইসলাম কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের বাসিন্দা এবং রনি ইসলাম উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের বাসিন্দা। তারা দুজনেই বিআরবির মালিকানাধীন কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেডে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, নিহত দুজন শহরতলীতে অবস্থিত কিয়াম মেটাল ইন্ড্রাস্টিজ লিমিটেডে কর্মরত ছিলেন। পাশাপাশি গ্রামের বাড়ি হওয়ায় একসঙ্গে তিনজন সকালে মোটরসাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের বাসের সঙ্গে ধাক্কায় নয়ন ও রনি ঘটনাস্থলেই নিহত হন। তবে মোটরসাইকেলের পেছনের সিটে থাকা অপর আরোহী মিজানুর রহমান অক্ষত রয়েছেন।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধাক্কা দেওয়া বাসটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।