ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শোভাযাত্রার আগে পুড়লো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
শোভাযাত্রার আগে পুড়লো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ঢাবির চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো দুটি মোটিফ পুড়ে গেছে।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।



শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে দুটি মোটিফে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

গত কয়েকদিন ধরেই এ বছরের আনন্দ শোভাযাত্রার উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রধান মোটিফগুলো তৈরির কাজ চলছিল। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছর প্রধান মোটিফগুলোর মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি রাখা হয়েছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশ-কাঠ দিয়ে একটি প্রতিকৃতির রূপ দেওয়া হয়েছিল। যেটি দেখতে সাবেক ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার মুখায়ভবের মতো বলে অনেক মত দিয়েছেন। মুখায়ভবটির মুখে দুটি বড় দাঁত রাখা হয়েছে। মাথায় দুটি শিং রাখা হয়েছে। এই মোটিফটি পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। তবে তদন্ত না হওয়ার আগে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

সাইফুদ্দীন আহমেদ বলেন, সেখানে সিসিটিভি রয়েছে। তবে আমরা এখনো ফুটেজ দেখতে পারিনি। দেখলে প্রকৃত ঘটনা জানতে পারবো। আমরা শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সকাল ১০টায় একটি জরুরি সভা ডেকেছেন। সেখানে আলোচনা করে আমরা তদন্ত কমিটি করবো।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণে ফ্যাসিবাদের মুখাকৃতি পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। পাশে শান্তির পায়রা আংশিক পুড়ে গেছে।

এটি উদ্দেশ্য প্রণোদিত কি না- জানতে চাইলে সাইফুদ্দীন আহমেদ বলেন, যেভাবে পুড়েছে, তাতে উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়। কারণ একটা প্রতিকৃতিই পুড়ে গেছে, অন্য কোনো প্রতিকৃতি স্পর্শ করেনি। সেটি দেখে সাধারণ যেকোনো মানুষেরই মনে হবে এটি উদ্দেশ্যপ্রণোদিত। তবে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এফএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।