ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল প্রবাসীর

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল প্রবাসীর

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীকে তালাক দিয়ে আধা মণ দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী স্বামী বদিউজ্জামান। দুধ দিয়ে গোসল করার ঘটনার একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়ন পূর্বসদরদী গ্রামে মৃত বারেক শিকদারের ছেলে বদিউজ্জামান শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

দুধ দিয়ে গোসল করার কারণ জানাতে প্রবাসী বদিউজ্জামান সিকদার অভিযোগ করে বলেন, ২০০৭ সালে পারিবারিকভাবে বিয়েটা করি। এর মধ্যে আমাদের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। আমি দীর্ঘদিন যাবত সাইপ্রাসে থাকা অবস্থায় আমার স্ত্রী একাধিক মানুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। আমি বার বার তাকে সতর্ক করার পরও ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার সংসার করতে বাধ্য হই। এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে আমার বাড়িতে সালিশে বসলে আমার স্ত্রী সংসার না করার ইচ্ছা প্রকাশ করেন। পরে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি আধা মণ দুধ দিয়ে গোসল করি। এর মাধ্যমে আমি পেছনের স্মৃতি ভুলে যেতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।

এ ব্যাপারে অভিযুক্ত ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই রতন বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই। তার একটি মোবাইল ফোন স্বামীর কাছ থেকে উদ্ধার করে দিই। এর আগে বদিউজ্জামানের বাড়িতে উভয়পক্ষের লোকজন আপোসের মাধ্যমে ওই তালাক দেওয়ার ঘটনা ঘটে। এর পর বালতি ভরা দুধ দিয়ে গোসল করেন বদিউজ্জামান।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।