ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
খুলনায় ইজিবাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

খুলনা: খুলনায় রাস্তা পার হওয়ার সময়ে ইজিবাইকের ধাক্কায় মো. জাহিদ গাজী নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরের নিরালা তাবলিগ মসজিদের সামনে শেরেবাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ গাজী নিরালা ১৯ নম্বর রোডের বাসিন্দা কালাচান গাজীর ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের (খুমেক) মর্গে রয়েছে।

খুমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুর রহমান জাহিদ গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  রাত সোয় ৯টার দিকে জাহিদ নিরালা তাবলিগ মসজিদের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময়ে দ্রুতগামী একটি ইজিবাইক সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে ওই ইজিবাইক চালক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে রেখে ইজিবাইক চালক সেখান থেকে পালিয়ে যান। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।