ঢাকা, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ভাইবোনের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
নওগাঁয় নিজ বাড়িতে মিলল ভাইবোনের মরদেহ

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৭ এপ্রিল) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ (৫৫) এবং তার মেয়ে রেজিয়া (৫৮)।  তারা ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়ে।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। স্থানীয়রা রোববার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে দুজনের মরদেহ পায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে।  
তবে মরদেহ উদ্ধারের সময় তাদের মৃত্যুর কারণ হিসেবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান ওসি।  

তিনি আরও জানান, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতদের ভাগ্নে নাছিম জানান, রেজিয়ার অনেক আগে ডিভোর্স হয়েছে। তার কোনো সন্তান নেই। তার বাবা তাকে বাড়িতে জমি দিয়েছেন। আর নুর মোহাম্মদের স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন। তাদের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর তিনি স্বামীর বাড়িতে থাকেন। এজন্য নুর মোহাম্মদ ও রেজিয়া এক বাড়িতেই থাকতেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।