বান্দরবান: সম্প্রীতি বজায় রাখুন, যে সম্প্রীতি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করতে না পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
সুপ্রদীপ চাকমা বলেন, সবাই একসঙ্গে মিলেমিশে আমরা বসবাস করতে চাই। কে মারমা, কে ত্রিপুরা, কে বম জাতি তা বিভেদ না করে সবাই মানুষ এইটাকে ধারণ করে সম্প্রীতি বজায় রেখে সহবস্থান করে বসবাস করা দরকার।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা। আর আমরা এই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনা শেষে প্লাটিনাম জয়ন্তীর থিম সং পরিবেশন এবং শপথবাক্য পাঠ শেষে আলোচনায় অংশ নেন অতিথিরা।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম, প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন তুষারসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীন-প্রবীণের এই মহা মিলন মেলায় দিনব্যাপী শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক দেওয়া, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, অ্যালামনাই কমিটি ঘোষণা, র্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণসহ নানান আয়োজনে রাতেই শেষ হবে এ বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এসআরএস