ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ডিসেম্বর ২৬, ২০২৩
ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা আহত

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুর বাবা।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা চাপারতল পুলিশ বক্সে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামের মনির হোসেনের স্ত্রী রিনা খাতুন ও তার দুই বছরের ছেলে রাইয়ান।  

পুলিশ ও স্থানীয়রা জানান, আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে সন্ধ্যায় কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন মনির হোসেন। তারা কাকিনা চাপারতল পুলিশ বক্স এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লালমনিরহাটগামী পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে স্ত্রী রিনা খাতুন ও ছেলে রাইয়ান ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী মনির হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।