ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ড্রেজিংয়ের কারণে দোকান ধসের অভিযোগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, ডিসেম্বর ২৬, ২০২২
ড্রেজিংয়ের কারণে দোকান ধসের অভিযোগ!

বরিশাল: মেহেন্দিগঞ্জ উপজেলার নতুন লঞ্চঘাট এলাকায় দুটি দোকান ধসে পড়েছে নদীতে। এ ছাড়া অপর দোকান আংশিক ধ্বসে পড়া ও পন্টুনের সিঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।  

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অভিযোগ, লঞ্চঘাট এলাকার অদূরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং কার্যক্রমের কারণে এ ঘটনা ঘটেছে।  

মেহেন্দিগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির জমাদ্দার বলেন, মাছকাটা নদীর তীরে লঞ্চঘাটটি অবস্থিত। লঞ্চঘাট এলাকা থেকে ১০০ ফুট দূরত্বে বর্তমানে ড্রেজিং চলছে। এতে গভীর রাতে ঘাট এলাকায় স্থানীয় আলম সরদার ও জাকির চৌকিদারের দোকান নদীতে পড়ে গেছে। এ ছাড়া স্থানীয় গনি জমাদ্দারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চঘাটের পন্টুনে যাওয়ার সিঁড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিঁড়ির মেরামতের কাজ চলছে।

বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, মাছকাটা নদীর লঞ্চঘাটসহ মেহেন্দিগঞ্জের এলাকা ভাঙন প্রবণ। নদীর পানি বৃদ্ধি পেলেই ভাঙন বেড়ে যায়। পূর্ণিমার জোয়ারের কারণে পানি বেড়ে যাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।  

তিনি আরও বলেন, তীর থেকে ১০০ ফুট দূরত্বে মাত্র নদীর প্রায় ৭ ফুট নিচে ড্রেজিং করা হয়। এতে ধ্বসের ঘটনা ঘটার কারণ নেই।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম/এসআইএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।