ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, ডিসেম্বর ২৬, ২০২২
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন মল্লিককে (৩১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রোববার (২৫ ডিসেম্বর) সুমনকে গ্রেফতার করা হয়। সুমন যাত্রাবাড়ী থানার শনির আখড়ার নোয়াপাড়ার মো. করিম মল্লিকের ছেলে। ২০১৮ সালে ঢাকা মহানগরীর কদমতলী থানায় দায়ের করা মাদক মামলার পলাতক আসামি তিনি। গত ৬ নভেম্বর সুমনকে এ মামলায় যাবজ্জীবন সাজা দেন আদালত।  

সুমনের নামে মামলা হওয়ার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়েছিলেন। আটক সুমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসজেএ/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।