ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাছ কাটা নিয়ে বিরোধে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ডিসেম্বর ২২, ২০২২
গাছ কাটা নিয়ে বিরোধে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জায়েদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ওই নারীর মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহত জায়েদা বেগম গোগনগর ইউনিয়নের কাইয়ুম মন্ডলের স্ত্রী।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহান জানান, গাছ কাটা নিয়ে সংঘর্ষে মারধরের ঘটনা ঘটেছিল। মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে। পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।