ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ত্রিপুরাদের নতুন ত্রিং উৎসব উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ডিসেম্বর ২২, ২০২২
ত্রিপুরাদের নতুন ত্রিং উৎসব উদযাপন

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের নববর্ষ ত্রিং ১৪৩৩ উৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ছোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

 

শোভাযাত্রাটি ভাইবোনছড়া কলেজ হয়ে ভাইবোনছড়া বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও  শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিং উদযাপন কমিটির আহ্বায়ক অরুণ জ্যোতি ত্রিপুরা। এতে বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের হাজারেরও অধিক নারী-পুরুষ অংশ নেন।  

এছাড়াও দিবসটি উপলক্ষে ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, রাজা হামতরফা ১৪৩২ বছর আগে ত্রিপুরাদের ত্রিপুরাব্দ প্রচলন করেছিলেন। তখন থেকে ত্রিপুরা সম্প্রদায় প্রতি বছরের ২২ ডিসেম্বর এই ত্রিং উৎসব পালন করে আসছেন।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।