ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৬, ডিসেম্বর ১৯, ২০২২
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রফিকুল ওই গ্রামের ফয়জুদ্দিন মণ্ডলের ছেলে।  

ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, সকালে সরিষা ক্ষেতে সেচ দেওয়ার জন্য পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল ইসলাম। এসময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতে লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।    

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।