ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

রাতের নিস্তব্ধতা ভাঙলো আর্জেন্টিনার জয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, ডিসেম্বর ১৯, ২০২২
রাতের নিস্তব্ধতা ভাঙলো আর্জেন্টিনার জয়ে

নারায়ণগঞ্জ: বিশ্বকাপে হট ফেভারিট দল আর্জেটিনার জয়ে নারায়ণগঞ্জে শীতের রাতের নিস্তব্ধতা ভেঙে পুরো শহর পরিণত হয়েছে আনন্দ উৎসবের শহরে। এ যেন দীর্ঘদিনের অপেক্ষার পর এক প্রাপ্তির উল্লাস।

রোববার (১৮ ডিসেম্বর) রাতে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর পুরো শহরের অলিগলি থেকে মিছিল, ঢোল, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে জড়ো হন হাজারো ভক্ত-সমর্থক। এসময় মিছিলের উৎসবে ঘুম ভাঙ্গে পুরো শহরের।

আর্জেন্টিনার সমর্থক মেহেদী হাসান সজীব জানান, এ আনন্দ ঘরে-বাইরে সবার। এ আনন্দ সারা বিশ্ববাসীর। এ জয় ছন্দের খেলার জয়, মেসির জয়।

মিছিল নিয়ে আসা আর্জেটিনার সমর্থক উজ্জ্বল জানান, এ যেন অনেক বড় পাওয়া। এ কাপ মেসির প্রাপ্য ছিল। আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি, আর সেটা খেলেই হয়েছি।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।