ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, ডিসেম্বর ১৮, ২০২২
রূপগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় মতি মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা।

 

ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত মতি মিয়া উপজেলার কৃষ্ণনগড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
 
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ওমর ফারুক জানান, অটোরিকশা চালিয়ে মতি মিয়া ভুলতা থেকে কাঞ্চন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে চালক মতি মিয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।