ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ৪ ইয়াবা কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ১৮, ২০২২
নারায়ণগঞ্জে ৪ ইয়াবা কারবারি আটক

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে ১ হাজার ৬০০ পিস ইয়াবা।

আটকরা হলেন- জামাল উদ্দিন ভূইয়া (৬০), শামীম আহমেদ (৩০), মাইদুল ইসলাম (৩২) ও রুবেল (২৮)।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০ তাদের আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ মাদকের বাজারমূল্য আনুমানিক চার লাখ ৮০ হাজার টাকা।

আটকরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সোনারগাঁওসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।