ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে সাড়ে নয় কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ডিসেম্বর ১৮, ২০২২
রাজধানীতে সাড়ে নয় কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। আটকরা হলেন- রাসেল আহম্মেদ (২৫) ও আসিফ (১৯)।

শনিবার (১৭ ডিসেম্বর) রাতে কদমতলীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকের বাজার মূল্য আনুমানিক দুই লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

আটকরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।