ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ডিসেম্বর ১৭, ২০২২
ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ

ফরিদপুর: ফরিদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার ও বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী পুলিশ সুপার মো. ইমারত হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, উত্তরী পরিধান, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার মো. শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে উদ্ধুদ্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ গ্রহণ করিয়েছেন। চেতনা ধারণ করতে হয় বুকে, বুকে ধারণ করলে কোন বিষয় তা জীবনে ভোলা যায় না, তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।