মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদুল কাদির জানিয়েছেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি, যা দেশটিকে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দিতে বাধ্য করত।
এ সময় তিনি কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইম হিলমান আব্দুল্লাহকে সতর্ক করে বলেন, উচ্চশিক্ষাসহ যে কোনো বিষয়ে মন্তব্যের আগে দায়িত্বশীল হতে হবে।
জাম্ব্রির অভিযোগ, হাইম হিলমান বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে দাবি করেছেন যে তিনি (মন্ত্রী) বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট পাস’ চালু করতে সম্মত হয়েছেন—যা সম্পূর্ণ ভুল।
মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং হাইম হিলমানের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। তার মতে, একজন একাডেমিক হিসেবে সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া উচিত, ভ্রান্ত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা নয়।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য ভুল তথ্য প্রচারের সংস্কৃতি বন্ধ করতে হবে।
এর আগে হাইম হিলমান টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন, মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়। এ ভিসার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ১৩ আগস্ট কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করেন।
আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়ে থাকলেও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ সুযোগ এখনও দেওয়া হয়নি।
এনডি