ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঢামেকের বাগানগেটে মিলল নারীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, ডিসেম্বর ১২, ২০২২
ঢামেকের বাগানগেটে মিলল নারীর মরদেহ ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বাগানগেটের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পাই হাসপাতালের বাগান গেটের বাইরে ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।  

এসআই আরো জানান, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। ভবঘুরে প্রকৃতির ছিল ওই নারী। তবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় মারা গেছে ওই নারী। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।