ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, ডিসেম্বর ৯, ২০২২
গোপালগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।  

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসকের (ডিসি) কায্যালয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম।  

অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার (এসটি) আয়েশা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, জয়িতা অনুরেখা হালদার, সোহাগী রহমান মুক্তা বক্তব্য রাখেন।  

আলোচনা সভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী ক্ষেত্রে অনুরেখা হালদার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশাখা সিকদার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে সোহাগী রহমান মুক্তা, সফল জননী ক্ষেত্রে মোসা. জামেলা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্ষেত্রে রাবেয়া বেগমকে উত্তরীয় পড়িয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।