ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্লেন ছিনতাই, সুপারশপে বিধ্বস্তের হুমকি 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, সেপ্টেম্বর ৩, ২০২২
যুক্তরাষ্ট্রে প্লেন ছিনতাই, সুপারশপে বিধ্বস্তের হুমকি 

যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে একটি প্লেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে প্লেনটি ছিনতাই করা হয়।

প্লেনটির পাইলটেরা সেটিকে ওয়ালমার্ট সুপারশপে বিধ্বস্তের হুমকি দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

মিসিসিপির টুপেলো পুলিশ বিভাগ জানায়, প্লেনের পাইলটের সঙ্গে তারা যোগাযোগ করতে পেরেছে।  

একটি বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নাগরিকদের সেই এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে।  

এরইমধ্যে ওয়ালমার্টের সুপারশপটি খালি করে ফেলা হয়েছে।  

সূত্র: মিরর, এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।