ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তির আহ্বান না শোনা পর্যন্ত ইউক্রেন স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে।
স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া এক দৃঢ় ভাষণে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, আমাদের প্রয়োজন ন্যায়সঙ্গত শান্তি, এমন এক শান্তি যেখানে আমাদের ভবিষ্যৎ শুধুমাত্র আমরা নিজেরাই নির্ধারণ করব। তিনি আরও যোগ করেন, অসহায় ভুক্তভোগী নয়, বরং এক দৃপ্ত যোদ্ধা।
তিনি দৃঢ়ভাবে বলেন, ইউক্রেন এখনও জয়ী হয়নি, তবে নিঃসন্দেহে পরাজিতও হয়নি।
জেলেনস্কির এই মন্তব্যের আগে মস্কো দাবি করেছিল, ইউক্রেন রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলিতে রাতারাতি হামলা চালিয়েছে। পশ্চিম কুরস্ক অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য তারা ড্রোন হামলাকে দায়ী করেছে।
বিদ্যুৎকেন্দ্রের প্রেস সেবা জানিয়েছে, কোনো আহত হয়নি এবং দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আক্রমণে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা অগ্নিকাণ্ড সংক্রান্ত খবর সম্পর্কে অবগত। সংস্থাটির মহাপরিচালক বলেন, প্রতিটি পারমাণবিক স্থাপনা সবসময় সুরক্ষিত থাকতে হবে।
জেলেনস্কি বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং তার ইউরোপীয় মিত্ররাও যুদ্ধ থামানোর ওপর জোর দিচ্ছেন।
তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের সঙ্গে বৈঠক এড়াতে রাশিয়া যা যা করার আছে, সবই করছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান, তবে সেটা তখনই হবে যখন আলোচনার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকঠাকভাবে প্রস্তুত হবে।
কিন্তু তিনি দাবি করেছেন, এখনো সেই প্রস্তুতি হয়নি। ল্যাভরভ আরও অভিযোগ করেছেন, জেলেনস্কি আসলে সব ধরনের প্রস্তাবই প্রত্যাখ্যান করছেন।
আরএইচ