ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নিউইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, আগস্ট ২৩, ২০২৫
নিউইয়র্কে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৫, বহু আহত

নিউইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়েতে একটি ট্যুর বাসের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক স্টেট পুলিশ।

খবর বিবিসির।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটি নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক সিটির দিকে ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ভারত, চীন ও ফিলিপাইন থেকে আসা পর্যটক বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, স্থানীয় কর্মকর্তারা সব যাত্রীকে উদ্ধার এবং সহায়তা প্রদানের জন্য কাজ করছেন।

দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং মেডিকেল হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল পেমব্রোক শহরের কাছে, যা বাফেলো শহর থেকে প্রায় ৩০ মাইল (৪৮ কিমি) পূর্বে অবস্থিত।

প্রাথমিকভাবে পুলিশের তথ্য অনুযায়ী, একটি শিশুও নিহত হয়েছে বলে বলা হয়েছিল। তবে পরে তা সঠিক নয় বলে জানানো হয়।

দুর্ঘটনার সময় বাসে ৫২ জন যাত্রী ছিলেন, বয়স ১ থেকে ৭৪ বছরের মধ্যে। পুলিশের মতে, কিছু নিহত যাত্রী দুর্ঘটনার সময় বাসের বাইরে ছিটকে গিয়েছেন এবং মনে করা হচ্ছে, বেশিরভাগই সিটবেল্ট পরেননি। অন্যরা বাসের মধ্যে কয়েক ঘণ্টা আটকে ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে অনুবাদক ও অনুবাদ যন্ত্র ব্যবহার করা হয়েছে যাতে আহতদের সঙ্গে যোগাযোগ সহজ হয়।

গাড়ির ড্যাশক্যামের ফুটেজ থাকলে তা তদন্তে সহায়তায় এগিয়ে আসার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক স্টেট পুলিশের ট্রুপ কমান্ডার অ্যান্ড্রে রে মেজর সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

দুর্ঘটনাস্থল নায়াগ্রা ফলস থেকে প্রায় ৪০ মাইল দূরে। পুলিশ জানায়, বাসটি পূর্বমুখী অবস্থায় চলছিল, যখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে মিডিয়ান ক্রস করে খালে পড়ে।

দুর্ঘটনার সময় বাসে একাধিক শিশুও ছিল। ২৪ জন প্রাপ্তবয়স্ক আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অন্য হাসপাতালগুলোতেও আহতদের ভর্তি করা হয়েছে। ১৬ বছরের কম বয়সীদের শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়েল স্টিফেন্স দ্যা বাফেলো নিউজকে জানিয়েছেন, বাসটি পাশের দিকে উল্টে পড়েছিল এবং সড়কে ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিল। সড়কে কাঁচ ভেঙে ছড়িয়ে ছিল।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।