ইসরায়েলের সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। গাজার যুদ্ধের মধ্যেই এ হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
বিদ্রোহী গোষ্ঠী হুতিসংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানায়, রোববার সানার একটি তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।
অন্যদিকে, ইসরায়েল বলেছে, তারা ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ ও সংলগ্ন একটি সামরিক কমপ্লেক্সে আঘাত হেনেছে।
আল মাসিরাহর তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
এই হামলার দুদিন আগে হুতিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তারা বলেছিল, গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধ বন্ধ করার জন্য এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুতিদের বারবার আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ব্যবহার করা হয়েছে।
রোববার দ্রুত প্রতিক্রিয়ায় হুতিরা জানায়, ইসরায়েলের এ হামলা ফিলিস্তিনিদের প্রতি তাদের সামরিক সহায়তা থামাতে পারবে না।
আরএইচ