ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, আগস্ট ২৪, ২০২৫
ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সীমান্তে বিএসএফের টহল। ছবি: এএনআই

ভারতে ‘অনুপ্রবেশের চেষ্টা করার সময়’ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আটক হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে প্রশাসনের বরাত দিয়ে এ খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, বিকেল ৬টা থেকে ৭টার মধ্যে ওই বাংলাদেশি কর্মকর্তাকে হাকিমপুর বর্ডার আউটপোস্টের কাছে আটক করে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিবেদনে এই কর্মকর্তার নাম জানানো হয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর পুলিশের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতে পালিয়েছেন। এদের বেশিরভাগই স্বৈরাচার হাসিনার অনুগত ছিলেন এবং অভ্যুত্থানকালে নির্বিচারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি।

এনডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।