ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

মেয়ের ইউনিফর্মের টাকা না পেয়ে স্কুলে তরবারি হাতে বাবা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জুলাই ৮, ২০২২
মেয়ের ইউনিফর্মের টাকা না পেয়ে স্কুলে তরবারি হাতে বাবা! ইউনিফর্মের টাকা না পেয়ে স্কুলে তরবারি নিয়ে বাবা

স্কুল থেকে মেয়ের জন্য ইউনিফর্মের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা না পাওয়ায় রেগে গিয়ে আজব এক কাণ্ড ঘটালেন বাবা।

স্কুল ইউনিফর্মের টাকা না পেয়ে হাতে তরবারি নিয়ে সোজা স্কুলে গেলেন তিনি। সেইসঙ্গে শিক্ষকদের হুমকিও দিয়েছেন। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারের আরারিয়া এলাকায়।  
স্থানীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে শুক্রবার (৮ জুলাই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল থেকে নিজের মেয়ের জন্য ইউনিফর্মের টাকা না পেয়ে হাতে তরবারি নিয়ে স্কুলে যান আকবর নামে এক ব্যক্তি। এরপর সেখানে শিক্ষকদের শাসানোর পাশাপাশি হুমকিও দেন তিনি। এ সময় স্কুলটিতে ক্লাস চলছিল।  খালি গায়ে তরবারি হাতে অভিযুক্ত ওই ব্যক্তির একটি ছবি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।   

এদিকে তরবারি হাতে  হাজির হওয়ায় এরইমধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্কুলটির প্রধানশিক্ষক জাহাঙ্গীর।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।