আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত আড়াই হাজার মানুষ।
আফগান সরকারের মুখপাত্র মাওলাভি জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকাজ চলমান। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টার কিছু আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কাদামাটি ও কাঠের তৈরি বহু বাড়িঘর ধসে পড়ে।
আহতদের সরিয়ে নিতে সেনা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। টোলো নিউজ জানায়, নানগারহার বিমানবন্দর থেকে কুনারে ৩৫টি হেলিকপ্টার ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটে ৩৩৫ জন আহতকে নানগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, কুনারের মাজার উপত্যকায় শত শত মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে। অনেক শিশু, নারী ও বয়স্ক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
ভূমিকম্প প্রতিবেশী পাকিস্তানসহ ভারতেও অনুভূত হয়েছে।
আরএইচ