আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মাটি ও কাঠের তৈরি অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে।
কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক মুলাদাদ বলেন, ভূমিকম্পের পর থেকে প্রতি পাঁচ মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছেন। পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে। গত কয়েক ঘণ্টায় ১৮৮ জন আহত লোককে হাসপাতালে আনা হয়েছে। শয্যা ফুরিয়ে যাওয়ায় অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
মুলাদাদ পরিস্থিতিকে ‘অবিশ্বাস্য সংকট’ আখ্যা দিয়ে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
এদিকে, নানগারহার প্রদেশের প্রধান হাসপাতালে প্রায় ২৫০ জন আহতকে স্থানান্তর করা হয়েছে। মুলাদাদের হাসপাতালেই চারটি মরদেহ আনা হয়েছে। তিনি জানান, আরও বহু মরদেহ স্থানীয় অন্যান্য ক্লিনিকে পাঠানো হয়েছে।
আরএইচ