ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, এপ্রিল ৩০, ২০২২
সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ

পবিত্র ঈদুল ফিতরের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। দেশ দুটিতে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে এখন পর্যন্ত পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। খবর গালফ নিউজ।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ঈদুল ফিতর ঘোষণা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। দেশটিতে রোববার (১ মে) রমজান মাসের শেষ দিন। অর্থাৎ ২ মে, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে মজিলস উগামা ইসলাম সিঙ্গাপুর ঘোষণা করেছে, সেখানকার মুসলমানরা সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করবে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।