ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, এপ্রিল ২১, ২০২২
হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬ ছবি: সংগৃহীত

হাইতিতে ছোট একটি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।  ক্যারিবীয় দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে এ ঘটনা ঘটে।

বুধবার (২১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটেছে। খবর: রয়টার্স

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে হাইতির সিভিল অ্যাভিয়েশন অথরিটি। তারা জানিয়েছে, হাইতির রাজধানী থেকে জ্যাকমেলের উদ্দেশে বুধবার বিকেলে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ত্রুটি দেখা দিলে বিপদ সতর্কতা পাঠানোর একপর্যায়ে সেটি বিধ্বস্ত হয়।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।