বাংলাদেশসহ ১৪ দেশে শুল্ক বাড়ানো ঘোষণা দিয়ে আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছানোর কথা বললেও সময়সীমা শতভাগ চূড়ান্ত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপান, দক্ষিণ কোরিয়াসহ যুক্তরাষ্ট্রের প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছিলেন, চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক তিন সপ্তাহের মধ্যে, এমনকি আগের চেয়েও বেশি হারে ফিরে আসবে।
ট্রাম্পের চিঠিতে টোকিও এবং সিউলের পণ্যের ওপর ২৫ শতাংশ; ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ ১৪ দেশের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে ১ আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে একেবারে শতভাগ নয়।
চিঠিগুলোই কী তার চূড়ান্ত প্রস্তাব- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একে চূড়ান্ত বলবো। তবে কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে, আমরা সেটা করবো। ’
বিশ্লেষকরা মনে করেন, শুল্ক আরোপ নিয়ে দেশগুলোর সঙ্গে দর-কষাকষির সুযোগ রাখলেন ট্রাম্প। তবে তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করেন ট্রাম্প। বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এমইউএম/