রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী ও কুরস্ক অঞ্চলের সাবেক গভর্নর রোমান স্তারোভইত সোমবার (৭ জুলাই) আত্মহত্যা করেছেন, এর কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করেন।
তার মৃতদেহ মস্কোর উপকণ্ঠ ওদিনৎসোভো অঞ্চলে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়, যেখানে বন্দুকের গুলির চিহ্ন ছিল।
রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্তারোভইতের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা চলছিল। অভিযোগ রয়েছে, তিনি কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা নির্মাণ প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। ওই একই মামলায় তার পূর্বসূরি আলেক্সেই স্মিরনোভ চলতি বছরের এপ্রিল মাসে গ্রেপ্তার হয়েছেন।
এদিকে, পরিবহন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা আন্দ্রে কোরনেইচুক, যিনি রেল পরিবহন সংস্থায় কাজ করতেন, তিনিও সোমবার হঠাৎ হার্ট অ্যাটাক করে নিজ কর্মস্থলে মৃত্যুবরণ করেন। দুই ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্তারোভইতের বরখাস্তের খবর আসে এমন এক সময়ে, যখন রাশিয়াজুড়ে বিমান চলাচলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত কয়েকদিনে ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি অন্যত্র মোড় নেয়া এবং ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
রাশিয়ার বিমান চলাচল সংস্থা জানিয়েছে, এই বিশৃঙ্খলার পেছনে রয়েছে বাইরের হস্তক্ষেপ, তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই সময়ের মধ্যে ইউক্রেন থেকে ছোড়া ৪০০-র বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।
এমএম