ফিলিস্তিনের পশ্চিম তীরে পারিবারিক জমি পরিদর্শনের সময় ইসরায়েলিদের হামলায় ফ্লোরিডার ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিক নিহত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিহতের পরিবারের সূত্রে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সাইফুল্লাহ সাইফ মুসাল্লাত নামের এই তরুণ রামাল্লার উত্তরে সিঞ্জিল শহরে নিহত হন।
ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মুসাল্লাতের পরিবার জানায়, তিনি তার পরিবারের জমি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে তাদের দ্বারা ঘেরাও হয়ে থাকেন এবং এ সময় অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে নিহত হওয়া পঞ্চম মার্কিন নাগরিক হলেন মুসাল্লাত।
মুসাল্লাত গত ৪ জুন পশ্চিম তীরে যান। তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষী অবৈধ বসতি স্থাপনকারীদের বিচার দাবি করছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে ওই এলাকায় একটি সংঘর্ষ হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত, তবে পরিবারের গোপনীয়তার স্বার্থে তারা আর কোনো মন্তব্য করবে না।
এমএম