ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ফের সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, জুলাই ১৩, ২০২৫
যুক্তরাষ্ট্র ফের সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে: জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে।  

 গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেছেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।

রাশিয়ার বিমান হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন, অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।