ঢাকা, শুক্রবার, ৮ কার্তিক ১৪৩২, ২৪ অক্টোবর ২০২৫, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব সাগরে বিলিয়ন ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, অক্টোবর ২৩, ২০২৫
আরব সাগরে বিলিয়ন ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী সংগৃহীত ফটো

সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে পরিচালিত পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনাকারী নৌবাহিনী সিএমএফ এক বিবৃতিতে এ অভিযানের কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি পৃথক অভিযানে নৌকাগুলোকে আটক করে এবং ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।  

এর আগে ১৮ অক্টোবর ক্রুরা প্রথম নৌকায় উঠে দুই টনেরও বেশি 'ক্রিস্টাল মেথামফেটামিন' (আইসিই) জব্দ করে, ৪৮ ঘণ্টারও কম সময় পর ক্রুরা দ্বিতীয় নৌকায় ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইসিই এবং ১০ কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রতিবেদন অনুসারে, জাহাজগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি আরবের নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফের জন্য সবচেয়ে সফল মাদকদ্রব্য জব্দের মধ্যে একটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের একটি নৌ অংশীদারত্ব, যা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যাতে চোরাচালান রোধ করা যায়।

একটি পৃথক বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি তুলে ধরে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।