ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, মার্চ ৩০, ২০২২
ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ 

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৪০ লাখের বেশি মানুষ প্রাণে বাঁচতে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি গেছে পোল্যান্ডে।

 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে বুধবার (৩০ মার্চ) এ তথ্য দিয়েছে আল-জাজিরা।  

ইউএনএইচসিআর জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। তাদের মধ্যে ২৩ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

এই যুদ্ধ শুরুর পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। এতে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৬৫ লাখ মানুষ।  

এই যুদ্ধ থামাকে বিশ্বের অনেক দেশ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি তুরস্কের মধ্যস্ততায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি আলোচনা’ হলেও কোনো ফল হয়নি। দুই দেশের কেউই এখনো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার টেবিলে বসতে চাইলেও এতে সাড়া দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই এই যুদ্ধ ঠিক কবে শেষ হবে, তা এখনো বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।