ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ছয়টি স্থল বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, আগস্ট ৬, ২০২১
ছয়টি স্থল বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তালেবানরা আফগানিস্তানের ছয়টি স্থল বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর ফলে গত দুই মাসে রাজস্ব হ্রাস পেয়েছে।

মন্ত্রণালয় বলেছে, তালেবানদের দখলে নেওয়া বন্দরগুলোতে আফগান সরকারের প্রবেশাধিকার নেই।

তালেবান যোদ্ধারা রাজস্ব সংগ্রহ করছে।  

আফগানিস্তানভিত্তিক সংবাদ সংস্থা জানিয়েছে, দুই মাস আগে চলমান আক্রমণের মাধ্যমে তালেবানরা দেশটির প্রায় দুইশ জেলা এবং ছয়টি প্রধান স্থল বন্দর ধ্বংস করে দিয়েছে।

বিদেশি বাহিনী দেশ ছেড়ে চলে যেতে শুরু করার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তালেবানরা দেশের বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।