ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করায় গুগল কর্মকর্তাকে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুন ৫, ২০২১
ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করায় গুগল কর্মকর্তাকে প্রত্যাহার

ঢাকা: ইহুদি বিরোধী পোস্ট শেয়ার করার দায়ে গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

কামাউ ববের ওই পোস্টে বলা হয়, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুধা রয়েছে।

২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেন, আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না। আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। এটি এমন সময়ে এলো যখন চারদিকে ইহুদি বিরোধী হামলা ক্রমশ বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এইচএমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।