ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় চীনা অর্থায়নে বিতর্কিত বাঁধ ধসে নিহত ৩ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, মে ৫, ২০২১
ইন্দোনেশিয়ায় চীনা অর্থায়নে বিতর্কিত বাঁধ ধসে নিহত ৩ 

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ১.৫ বিলিয়ন ডলারের চীনা অর্থায়নে জলবিদ্যুৎ বাঁধের একটি নির্মাণ স্থলের কাছে ভূমিধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।  

বাঁধটি পরিবেশবাদীদের কঠোর সমালোচনার মুখে পড়ে।

কারণ এটি বাটাং তোরু রেইনফরেস্টের কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে তাপানুলি ওরাংওটাং রয়েছে, যা ২০১৭ সালে আবিষ্কৃত বিপন্ন বানরের একটি অনন্য প্রজাতি।

দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের পরে ভূমিধসের কারণে মৃতের সংখ্যা তিনে দাঁড়িয়েছে।  

প্রকল্প বাস্তবায়নকারী নর্থ সুমাত্রা হাইড্রো এনার্জি জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিনোহাইড্রোর দুই কর্মচারী নিখোঁজ, যার মধ্যে একজন চীনা নাগরিকও রয়েছে।

ইন্দোনেশিয়ার পরিবেশবাদী দল ওয়ালহি শুক্রবার কর্তৃপক্ষকে প্রকল্পটি এবং এর নির্মাণ কাজ তদন্ত করার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে যে এই কর্পোরেশনগুলির উপস্থিতি বন বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে এবং বিস্তৃত জমি ও জমি পরিষ্কারের মাধ্যমে পরিবেশগত বিপদের কারণ হতে পারে।

সরকারের মুখপাত্র বলেন, প্রকল্পটি আগামী বছর শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মহামারি সম্পর্কিত বিলম্বের পর এখন ২০২৫ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

ওই এলাকায় ওরাংওটাং ছাড়াও মধু ভালুক, সুমাত্রান বাঘ এবং টাপিরদের বাস।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।