ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৩, জুলাই ৬, ২০২৫
টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৪৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পের থাকা বেশ কয়েকজন শিশু।

স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) রাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপ নদীর পানি প্রায় নয় মিটার (২৯ ফুট) বেড়ে যায়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর পাশেই ছিল। ওই ক্যাম্পে অবস্থান করছিল ৭৫০ জন শিশু।

শনিবার (৫ জুলাই) কের কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা সাংবাদিকদের জানান, বন্যায় নিহত ৪৩ জনের মধ্যে ১৫ জনই শিশু। শনিবার সকালে বন্যার পানি কমায় ওই অঞ্চল থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

কের কাউন্টির পাশের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানান, ক্যাম্পের ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

ডালটন রাইস আরও জানান, উদ্ধার অভিযানে এক হাজারেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে নিযুক্ত রয়েছেন। এছাড়া উদ্ধার কাজে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। বন্যার স্রোতে ভেসে যাওয়া কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের গার্ডের হেলিকপ্টারও এসেছে।

শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, উদ্ধার অভিযান আরও জোরদার করতে তিনি নির্দেশ দিয়েছেন। এ উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না বলেও জানান তিনি।

সূত্র: বিবিসি

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।