ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, জুলাই ৫, ২০২৫
টেক্সাসে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪

টেক্সাস রাজ্যে শুক্রবার আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।  মেয়েদের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকেও ২৫ জন নিখোঁজ রয়েছে।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, যদিও টেক্সাস কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।

নদীতে পানি বাড়ার আগে জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছিল। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াডালুপ নদীর পানি ২৬ ফুট বেড়ে যায় এবং এটি একটি ধ্বংসাত্মক বন্যা হয়ে ওঠে, যা দুর্ভাগ্যবশত সম্পদ ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, উদ্ধারকারী সংস্থাগুলোর কাছে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধার দল এবং জলে সাঁতারে পারদর্শী কর্মী রয়েছে মোট ৪০০-৫০০ জন মাঠে কাজ করছেন।

এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেকের সাথে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে যার মধ্যে সেই গ্রীষ্মকালীন ক্যাম্পের মেয়েরাও রয়েছে।

শুক্রবার সকালে, রাজ্যে আকস্মিক বন্যার কারণে হিল কান্ট্রি এবং কনচো ভ্যালি নিজেদের দুর্গত অঞ্চল ঘোষণা করে।

কার কাউন্টিতে শেরিফ অফিসও সেখানে গুরুতর বন্যার কথা জানিয়েছে, যেখানে বেশ কয়েকজন নিখোঁজ এবং প্রাণহানির ঘটনা নিশ্চিত করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।