ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানে জনসম্মুখে স্বামীর মৃত্যুদণ্ড, স্ত্রীর দণ্ড কার্যকর হবে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, আগস্ট ১৯, ২০২৫
ইরানে জনসম্মুখে স্বামীর মৃত্যুদণ্ড, স্ত্রীর দণ্ড কার্যকর হবে কারাগারে

ইরানে চারজনকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের বেরাম শহরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

খবর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজানের।

প্রতিবেদনে বলা হয়, এক মা ও তার তিন শিশুকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়। নৃশংস এ হত্যাকাণ্ড ঘটেছিল গত বছরের অক্টোবরে ডাকাতির সময়।

মিজানের তথ্যমতে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ও তার স্ত্রী মিলে ওই চারজনকে হত্যা করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত তাদের উভয়কে মৃত্যুদণ্ড দেন। পরে এপ্রিলে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে কার্যকর হলেও স্ত্রীর ফাঁসি কারাগারের ভেতরে কার্যকর করা হবে। তবে কবে তা কার্যকর হবে, সে বিষয়ে কোনো তারিখ জানানো হয়নি।

উল্লেখ্য, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় চীনের পরই রয়েছে ইরান।

দেশটিতে প্রায়ই জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে। বিশেষত যেসব অপরাধ সমাজে ব্যাপক আলোড়ন তোলে, সেসব ক্ষেত্রে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়।

অ্যামনেস্টির হিসাবে, ২০২৪ সালে ইরানে মোট ৯০১ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। কেবল গত ডিসেম্বরের এক সপ্তাহেই দেশটিতে ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।