ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চিতাবাঘের হাত থেকে মালিককে বাঁচালো ‘টাইগার’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, আগস্ট ১৭, ২০১৯
চিতাবাঘের হাত থেকে মালিককে বাঁচালো ‘টাইগার’! টাইগার ও ইনসাটে হাসপাতালে অরুণাদেবী লামা। ছবি: সংগৃহীত

প্রতিদিনের মতো রাতের খাবার সেরে একমাত্র মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ৫৮ বছর বয়সী অরুণাদেবী লামা। মধ্যরাতে হঠাৎ মুরগির ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় তার। অন্ধকারে কোনোমতে মুরগির খোপের কাছে গিয়ে দেখেন জ্বলজ্বল করছে দু’টি চোখ। ভয়ে দৌঁড় দিতে গেলে মুহূর্তের মধ্যেই অরুণার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি হিংস্র চিতাবাঘ (লেপার্ড)।

চিৎকার-চেঁচামেচি শুনে দ্রুত ছুটে আসে পোষা কুকুর ‘টাইগার’। মালিককে চিতাবাঘের থাবা থেকে বাঁচাতে সেটির ওপর ঝাঁপিয়ে পড়ে চার বছর বয়সী কুকুরটি।

শুরু হয় দুই প্রাণীর মধ্যে তুমল লড়াই। এ সুযোগে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান অরুণাদেবী। কুকুরের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও শেষমেশ পালিয়ে যায় চিতাবাঘটি।

সম্প্রতি ভারতের দার্জিলিংয়ের নয়াগাঁও এলাকায় ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গুরুতর আহত অবস্থায় অরুণাকে উদ্ধার করে সোনাদা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মেয়ে স্মৃতি লামা বলেন, ‘টাইগার’ সময়মতো ছুটে না এলে মাকে হয়তো আর ফিরে পাওয়া যেতো না।

এ ঘটনার পর চিতাবাঘটিকে আটক করে স্থানীয় লোকজন। পরে, সেটিকে বন দফতরের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা আগস্ট ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।