ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৮ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, আগস্ট ১৭, ২০১৯
ইউক্রেনে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৮ 

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আটজন নিহত হয়েছেন। দগ্ধ বা আহত হয়েছেন আরও দশজন।

শনিবার (১৭ আগস্ট) ভোরে বন্দরনগরী ওদেসায় ‘টোকিও স্টার’ নামে ওই হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ কথা জানায়।

 

বিবৃতিতে বলা হয়, মাঝরাতের কিছু পরে অগ্নিকাণ্ডের সূচনা হয়। কী কারণে এ ঘটনা ঘটে বা ওই সময় হোটেলটিতে কত জন অবস্থান করছিলেন এ ব্যাপারে কিছু জানানো হয়নি। টোকিও স্টারের কক্ষ সংখ্যা ২৭৩।  

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে হোটেলটির প্রায় এক হাজার বর্গমিটার অংশ পুড়ে যায় বলে জরুরি সেবা বিভাগ জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯ 
এইচজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।